নাজ নাঈম :: মহান বিজয় দিবস উপলক্ষে চেতনায় বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে বিজয় মেলা ২০১৭। চেতনায় বাংলাদেশ সংগঠনের আহ্বায়ক মীরা বড়ুয়ার আয়োজনে ঈস্টহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় মেলার প্রস্তুতি বিষয়ে একটি সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলার রহিমা রহমান , বংঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের মহিলা সম্পাদিকা আছমা আক্তার, ডীপ অরগেনাইজেশনের সহ সভাপতি আফিয়া হোসেন অপু, সভাপতি মোজাম্মেল হোসেইন , বিশিষ্ট ব্যাবসায়ী রেজাউল করিম , সাংবাদিক শেখ মুহিতুর রহমান বাবলু, অনুষ্ঠান সংগঠক নাসরিন চৌধুরী, ইউনিটি চ্যাডউইলহিথ কমিউনিটি র আহ্বায়ক ও বেতার এবং টেলিভিশনের উপস্থাপিকা শামীমা আক্তার , এমিফ্রো এসোশিয়েইট এর ডাইরেক্টর , Programme Co Ordinator নাজরাতুন নাঈম ইসলাম ও ব্যাবসায়ী ফেরদৌস আরা (পাখী) ।
সভায় মেলার বিভিন্ন কর্মসূচী নিয়ে সবার মতামত উপস্থাপিত হয়। সবার সম্মতিক্রমে ১৭ই ডিসেম্বর ২০১৭ তারিখে মেলার তারিখ নির্ধারিত হয়। মেলা চলবে সকাল ১২টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলায় থাকবে রকমারী পণ্য ও খাবারের স্টল , সেইসাথে থাকবে স্থানীয় শিল্পীদের ও শিশুশিল্পীদের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান । শিশুদের জন্য থাকবে বিভিন্ন ধরনের সুকুমার শিল্পের আয়োজন ও প্রতিযোগিতা। আয়োজনকে সফল করার জন্য মেলার আহ্বায়ক মীরা বড়ুয়া ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর নাজরাতুন নাঈম ইসলাম ইংল্যান্ডের সকল সংগঠনকে এবং কমিউনিটির সর্বস্তরের ব্যবসায়ী , সুশীল ও সাংস্কৃতিক ব্যক্তিদের আহ্বান করেছেন । কেউ স্টল দিতে চাইলে বা পণ্যের বিজ্ঞাপন দিতে চাইলে অথবা সাংস্কৃতিক পর্বে অংশ নিতে চাইলে অবিলম্বে কমিটি মেম্বারদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আহ্বায়ক মীরা বড়ুয়া বলেছেন , প্রবাসের এই মাটিতে সার্থক একটি অনুষ্ঠানের জন্য সবার সহযোগীতা অবশ্যই কাম্য । এজন্য তিনি সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন।