Social Activities Activities

1019 Visited

22 Sep
রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে আর্ন্তজাতিক সেমিনার …….
রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধে ব্রিটিশ পার্লামেন্টে আর্ন্তজাতিক সেমিনার …….

জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: মায়ানমারে রোহিঙ্গা নিধন চলছে, গণহত্যা চলছে মানস কন্যা নোবেল বিজয়ী অং সাং সুচীর আরাকান রাজ্যের বোদি ডং, মংডু, রাচা ডং মূলত এই তিনটি অঞ্চলে মিয়ানমার সামরিক বাহিনী হত্যাযজ্ঞের যে ভয়াবহ চিত্র  আজ বিশ্ববাসীকে যতটুকুন দেখানো হচ্ছে তা এক নির্লজ্জ কাহিনি ছাড়া আর কিছুই নয়। স্যাটেলাইটের ছবি, স্থানীয়দের ছবি-ভিডিও চিত্রে ভয়াবহ যে চিত্র দেখা যাচ্ছে, তা খুবই সামান্য।আর তারই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর মঙ্গলবার ২০১৬ মানবধিকার সংগঠন ভয়েচ ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে হাউজ অফ কমন্সে আয়োজিত সভায় সংগঠনের প্রতিষ্ঠাতাজাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য: মায়ানমারে রোহিঙ্গা নিধন চলছে, গণহত্যা চলছে মানস কন্যা নোবেল বিজয়ী অং সাং সুচীর আরাকান রাজ্যের বোদি ডং, মংডু, রাচা ডং মূলত এই তিনটি অঞ্চলে মিয়ানমার সামরিক বাহিনী হত্যাযজ্ঞের যে ভয়াবহ চিত্র  আজ বিশ্ববাসীকে যতটুকুন দেখানো হচ্ছে তা এক নির্লজ্জ কাহিনি ছাড়া আর কিছুই নয়। স্যাটেলাইটের ছবি, স্থানীয়দের ছবি-ভিডিও চিত্রে ভয়াবহ যে চিত্র দেখা যাচ্ছে, তা খুবই সামান্য।আর তারই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর মঙ্গলবার ২০১৬ মানবধিকার সংগঠন ভয়েচ ফর বাংলাদেশ ইউকের উদ্যোগে ব্রিটিশ পার্লামেন্টে হাউজ অফ কমন্সে আয়োজিত সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউল্লাহ ফারুকের পরিচালনায় ও হাউজ অব লর্ডসের প্রভাবশালী সদস্য নাজির আহমেদের সভাপতিত্তে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।  মিয়ানমারের রাখাইনে বসবাসরত রুহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও নারী কিশোরিদের ধর্ণন ও তাদের বাড়ী ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ স্যাটেলাইটে বিশ্ব বাসীদের যৎসামান্য দেখানোর তীব্র নিন্দা জ্ঞাপন। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া জাতিসংঘ এমিনিস্ট ইন্টারন্যাশনাল, হিউমান ওয়ার্চ হস্তক্ষেপকামনা করেছে ভয়েস ফর বাংলাদেশ।

কনফারেন্সে হাউজ অব লর্ডস মেমবার, বৃটিশ এম পি, এমিনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিনিধি, হিউমান রাইটস ওয়াচ প্রতিনিধি, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি এবং উপস্থিত বক্তারা সকলেই মায়ানমারের এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং অংসাং সুচির অপারগতা ও তার বর্বর সেনাবাহিনির হত্যাযজ্ঞের এই বর্বরতা বন্ধের জন্য মায়ানমার সরকারের প্রতি জোরালো দাবী জানান। ভয়েচ ফর বাংলাদেশ ইউকের বক্তারা বলেন, বাংলাদেশে সাত থেকে আট লক্ষ বার্মার হত্যাযজ্ঞ ও বিভুৎস  অধিবাসি বাংলাদেশে আশ্রয় অবস্থান করতেছে মানবতার জীবন করতেছে অথচ মাত্র সরকারি ভাবে ২৫ থেকে ৩০ হাজার দেখান সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় ।এবং জাতিসংঘের মহাসচিব বানকিমুনের নিরবতা নিয়ে সমালোচনা করেন এবং তারা আশা করেন  সভায় অতিথি হিসেবে আলোচনা করেন ব্রিটিশ হাউজ অব লর্ডসের প্রভাবশালী ব্যক্তিত্ব লর্ডস হোসাইন, বৃটিশ পার্লামেন্টের কল স্কার্লি এমপি, সাইমন ডান্সাক এমপি, নাজ শাহ এমপি, লিস মেকনিস এম পি, আন্তর্জাতিক আইনজীবী র্কাল বার্কলে, এমনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান হেড ওলফ বংলওবিস্ট,

এমনেস্টি ইন্টারন্যাশনাল মায়ানমারের প্রধান লওড়া হাই, হিউমান রাইটস ওয়ার্চের হেড অব কমিউনিকেশন মার্তো তিলিনকি, মানবাধিকার কর্মী মারি নিকোলাই, ভয়েজ ফর বাংলাদেশ ইউকে শাখার কনভেনার ফয়সাল জামিল, বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইউকে শাখার কনভেনার এস এইচ সোহাগ। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানিস ফাতিমা, পারভিন ববি, আলাউদ্দিন রাসেল, লুতফুর রহমান লিংকন, আব্দুর রহিম, ডলার বিশ্বাস, ফরহাদ হোসেন, লুতফুর রহমান, মাহমুদুল হাসান, আব্দুলাহ আল নোমান, হাসনাত চৌধুরী, জাকির হোসেন, সাংবাদিক ও কলামিস্ট  মুহিতুর রহমান বাবলু, বাকি উলাহ ফারশুক, জাহাঙ্গীর হোসেন, আকলিমা ইসলাম, লুবা চৌধুরী, সাংবাদিক মাহবুব খানসুর, বন্যা আহমেদ, গরিব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শিকদার ও সাংবাদিক কাওছার প্রমূখ। ব্রিটিশ সরকার এবং ইউরোপিয়ান কমিশন এর জন্য যা যা করনীয় অতি দ্রুত করার আশ্বাস প্রদান করেন। এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউমান রাইটস ওয়ার্চ জাতিসংঘের মাধ্যমে মায়ারনমার সরকারকে এই হত্যযজ্ঞ বন্ধের জন্য অনুরোধ করবেন বলেও জানান।আতাউল্লাহ ফারুকের পরিচালনায় ও হাউজ অব লর্ডসের প্রভাবশালী সদস্য নাজির আহমেদের সভাপতিত্তে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।  মিয়ানমারের রাখাইনে বসবাসরত রুহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা ও নারী কিশোরিদের ধর্ণন ও তাদের বাড়ী ঘরে অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ স্যাটেলাইটে বিশ্ব বাসীদের যৎসামান্য দেখানোর তীব্র নিন্দা জ্ঞাপন। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া জাতিসংঘ এমিনিস্ট ইন্টারন্যাশনাল, হিউমান ওয়ার্চ হস্তক্ষেপকামনা করেছে ভয়েস ফর বাংলাদেশ।

কনফারেন্সে হাউজ অব লর্ডস মেমবার, বৃটিশ এম পি, এমিনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিনিধি, হিউমান রাইটস ওয়াচ প্রতিনিধি, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি এবং উপস্থিত বক্তারা সকলেই মায়ানমারের এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানান এবং অংসাং সুচির অপারগতা ও তার বর্বর সেনাবাহিনির হত্যাযজ্ঞের এই বর্বরতা বন্ধের জন্য মায়ানমার সরকারের প্রতি জোরালো দাবী জানান। ভয়েচ ফর বাংলাদেশ ইউকের বক্তারা বলেন, বাংলাদেশে সাত থেকে আট লক্ষ বার্মার হত্যাযজ্ঞ ও বিভুৎস  অধিবাসি বাংলাদেশে আশ্রয় অবস্থান করতেছে মানবতার জীবন করতেছে অথচ মাত্র সরকারি ভাবে ২৫ থেকে ৩০ হাজার দেখান সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয় ।এবং জাতিসংঘের মহাসচিব বানকিমুনের নিরবতা নিয়ে সমালোচনা করেন এবং তারা আশা করেন  সভায় অতিথি হিসেবে আলোচনা করেন ব্রিটিশ হাউজ অব লর্ডসের প্রভাবশালী ব্যক্তিত্ব লর্ডস হোসাইন, বৃটিশ পার্লামেন্টের কল স্কার্লি এমপি, সাইমন ডান্সাক এমপি, নাজ শাহ এমপি, লিস মেকনিস এম পি, আন্তর্জাতিক আইনজীবী র্কাল বার্কলে, এমনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান হেড ওলফ বংলওবিস্ট,

এমনেস্টি ইন্টারন্যাশনাল মায়ানমারের প্রধান লওড়া হাই, হিউমান রাইটস ওয়ার্চের হেড অব কমিউনিকেশন মার্তো তিলিনকি, মানবাধিকার কর্মী মারি নিকোলাই, ভয়েজ ফর বাংলাদেশ ইউকে শাখার কনভেনার ফয়সাল জামিল, বাংলাদেশ স্টুডেন্টস ইউনিয়ন ইউকে শাখার কনভেনার এস এইচ সোহাগ। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কানিস ফাতিমা, পারভিন ববি, আলাউদ্দিন রাসেল, লুতফুর রহমান লিংকন, আব্দুর রহিম, ডলার বিশ্বাস, ফরহাদ হোসেন, লুতফুর রহমান, মাহমুদুল হাসান, আব্দুলাহ আল নোমান, হাসনাত চৌধুরী, জাকির হোসেন, সাংবাদিক ও কলামিস্ট শেখ মহিতুর রহমান বাবলু, বাকি উলাহ ফারশুক, জাহাঙ্গীর হোসেন, আকলিমা ইসলাম, লুবা চৌধুরী, সাংবাদিক মাহবুব খানসুর, বন্যা আহমেদ, গরিব হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম শিকদার ও সাংবাদিক কাওছার প্রমূখ। ব্রিটিশ সরকার এবং ইউরোপিয়ান কমিশন এর জন্য যা যা করনীয় অতি দ্রুত করার আশ্বাস প্রদান করেন। এমনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউমান রাইটস ওয়ার্চ জাতিসংঘের মাধ্যমে মায়ারনমার সরকারকে এই হত্যযজ্ঞ বন্ধের জন্য অনুরোধ করবেন বলেও জানান।

Published Probash Mela 15.12.2016